- Learn. Practice. Design. Grow
UI/UX ডিজাইনের সবকিছু এক জায়গায়।
Beginner থেকে Pro – প্রতিটি কোর্স আপনাকে নিয়ে যাবে এক ধাপ এগিয়ে।
চলতি কোর্স সমূহ

Digital Marketing Basic to Advance
জিরো থেকে প্রফেশনাল UI/UX ডিজাইনার হওয়ার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কোর্স।
- Advanced
- 60+ Lessons
- 20+ Hours

Bulk Cold Email Outreach
জিরো থেকে প্রফেশনাল UI/UX ডিজাইনার হওয়ার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কোর্স।
- Advanced
- 60+ Lessons
- 20+ Hours

Client Hunting Course
জিরো থেকে প্রফেশনাল UI/UX ডিজাইনার হওয়ার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কোর্স।
- Professional
- 60+ Lessons
- 20+ Hours
শিক্ষার্থীদের মতামত ও অভিজ্ঞতা
I’m so happy to be part of the Zero to Hero UI/UX Design – Level 1 course at Design Hero Academy! I’ve been following your YouTube videos about UX laws for a while your simple and clear explanations always inspired me. I joined this course to refresh my knowledge of Figma and UI design, and honestly, it’s worth much more than I expected. The lessons are easy to follow, practical, and full of real design insights. Sometimes I think — if I had found videos like this when I first started my UI/UX journey, things would’ve been so much easier! This course is ideal for beginners who want to embark on their design journey with confidence. Best of luck to the team! I’m eagerly waiting for Level 2 and Level 3. Allah will make your journey easy, Inshallah.
আমি Designing Hero Academy-এর Zero to Hero UI/UX Design – Level 1 কোর্সের একজন সৌভাগ্যবান স্টুডেন্ট। এখন পর্যন্ত মডিউল ৩ সম্পন্ন করেছি এবং বিশেষ করে আমার জন্য Figma Tools শেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। আমাদের মেন্টর @AbdurRahim স্যারের এত সহজ, সাবলীল ও পরিষ্কারভাবে বুঝানোর দক্ষতা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তিনি প্রতিটি টুল, ফাংশন এবং শর্টকাট এমনভাবে ব্যাখ্যা করেছেন যে, একেবারে নতুনরাও খুব সহজে বিষয়গুলো ধরতে পারবে এবং প্র্যাকটিক্যাল কাজে প্রয়োগ করতে পারবে খুব সুন্দর করে। আমার কাছে Figma Tools গুলো একটা ভয়ের কারন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ স্যার এত ক্লিয়ার করে বুঝিয়েছেন এখন অনেক ভয়ের বিষয়টি একেবারেই সহজ হয়ে গেছে। তার গাইডলাইন, ধৈর্য, এবং স্টেপ-বাই-স্টেপ শেখানোর স্টাইল শেখার পথকে আরও স্বচ্ছ ও আনন্দদায়ক করেছে আমাকে। যদিও আমি এখনো পুরো কোর্স শেষ করিনি,
এই কোর্সটি খুবই ভালো। আমি অনেক slow learner হওয়ার পরেও এই কোর্সটিতে খুব সহজ করেই বোঝানো হয়েছে যেটা আমার জন্যে খুব helpful। এছাড়াও কোথাও বুঝতে কষ্ট হলে Abdur Rahim ভাইকে inform করলে উনি সেটা পুনরায় সুন্দর করে বুঝিয়ে দেয়। কোনো লেসন এ আটকে থাকার কোনো চান্স নাই। 🤗 আলহামদুলিল্লাহ, ভালো একটা কোর্স পাবার জন্যে। আর ধন্যবাদ Abdur Rahim ভাইকে এরকম সুন্দর করে গোছানো একটা কোর্স তৈরি করার জন্য।
আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন ধরে বাংলায় এরকম একটা বিগেনার ফ্রেন্ডলি কোর্স খুজছিলাম।বিশেষ করে আমি এ ইন্ডাস্ট্রিতে একদমি নতুন।ভাইয়ের বুঝানোর ধরণ খুবি সুন্দর। ভাইকে আমি উনার ইউটিউব চ্যানেল এর একদম শুরু থেকে ফলো করি।ভাইকে আন্তরিক ভাবে অনেক ধন্যবাদ বিশেষ করে উনার কুইক রেসপন্স এর জন্য।আল্লাহ ভাইকে উত্তম জাযা দান করুক।ইনশাআল্লাহ বাকি আপকামিং কোর্স গুলো করে আশা করি ইন্ডাস্ট্রিতে একটা শক্ত জায়গা করতে পারব।
UI/UX Design – Level 1 কোর্সটি আমার জন্য খুবই সহায়ক ছিল। বিষয়গুলো সহজ ভাষায় বোঝানো হয়েছে এবং রিয়েল-লাইফ উদাহরণ ব্যবহার করায় শেখা আরও সহজ হয়েছে। ডিজাইন প্রিন্সিপল যেমন টাইপোগ্রাফি, স্পেসিং, হায়ারার্কি খুব পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। বিশেষ করে Figma-এর প্র্যাকটিক্যাল সেশনগুলো আমাকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করেছে। কম খরচে এত উচ্চ মানের UI/UX কোর্স সত্যিই পাওয়া কঠিন। কোর্সের কন্টেন্ট, শেখানোর ধরণ, প্র্যাকটিক্যাল সেশন সব মিলিয়ে এটি নতুনদের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতে কিছু অ্যাডভান্সড টপিক যোগ হলে কোর্সটি এক কথায় পারফেক্ট হয়ে যাবে।